সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালাইয়ে ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

কালাইয়ে ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

Views

রনি আকন্দ জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে বিশেষ অভিযানে ৫৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো.আব্দুর রাজ্জাক নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল।

শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে কালাই উপজেলার মাত্রাই বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ মো.আব্দুর রাজ্জাক (৩৭) গ্রেফতার করে। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকার মো. অছিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক । রবিবার দুপুরে এক প্রেস রিলিজেরর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।

প্রেস রিলিজেরর মাধ্যমে জানায়, গ্রেফতারকৃত রাজ্জাক একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল রাজ্জাকের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গত ২৩-১১-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার কালাই থানাধীন মাত্রাই বাজার থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল মাদক কারবারী আব্দুর রাজ্জাককে আটক করে। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে রাজ্জাক এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার কালাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ৫৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে র‌্যাব আটক করে থানায় হস্তান্তর করেছে।

Share This

COMMENTS