বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিতার পরিবারকে আর্থিক অনুদান প্রদান
রোববার বেলা দুপুরে কালাই পৌরসভা কার্যালয়ে রিতার পরিবারকে কালাই পৌরসভার পক্ষ হতে ৪০ হাজার টাকার চেক তুলে দেন জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও কালাই পৌসভার প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।
অনুদানের চেক গ্রহণ করেন শহীদ রিতা আক্তারের মাতা আয়েশা বিবি ও বাবা আশরাফ আলী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমানসহ কালাই পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মিরপুর-২ এলাকায় ওভারব্রিজের নিচে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্রী রিতা আক্তার। পরে রিতার বাবা আশরাফ আলী বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসানমাহমুদসহ ৩৯৫ জনের নাম উল্লেখ করে মিরপুর মডেল থানায় মামলা করেন।