শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘেড়াঘাটে নিত্য প্রযোজনীয় বাজারে আগুন

ঘেড়াঘাটে নিত্য প্রযোজনীয় বাজারে আগুন

Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন হাট বাজার ঘুড়ে দেখা গেছে মাছ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দামবেড়ে যাওয়ায় ক্রেতা সাধারণের নাভীশাস্ব। কাচঁবাজার কিনতে সাধারণ মানুষ হিমশিম খেতে হচ্ছে। মানুষের ধর্মীয় চর্চা, আবেগ ও চিরাচরিত সাংস্কৃতিকে ‘ব্যাকমেইল’ করে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে চলেন। গত কাল উপজেলার বিভিন্ন হাটবাজারে ঘুড়ে দেখা গেছে, নিত্যপণ্যসহ সব পণ্যের দাম বেড়েই চলছে। ১ কেজির ভারতীয় পেঁয়াজের দর ৮০ টাকা, আর দেশি পেঁয়াজের ১২০ টাকা। রসুনের ১ কেজি ২৪০ টাকা । ছোলা ১ কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা। শুকনা মরিচের প্রতি কেজি বিক্রি হয়েছে ২৮০ টাকা । প্রতি কেজি আদা বিক্রি ১৪০ টাকা, কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা । অন্যান্য সবজির মতো বাজার ঘুরে দেখা গেছে, দেশি মুরগি বিক্রি ৪০০ টাকা, ফার্মের মুরগি বিক্রি হত কেজি ১ প্রতি কেজি ৮০ টাকা । গরুর মাংস বিক্র হচ্ছে ৬৫০-৭০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৫০টাকা বিক্রি। ফার্রাম মুরগির ডিম বিক্রি ৫০ টাকা, হাঁসের ডিমে বিক্রি হচ্ছে ৭০-০ টাকা মাছ প্রকার ভেদে দাম ২৫০ থেকে ৪০০ টাকা। । পেকেট জাত লবন ৪০ টাকা, খোলা লবন ছিল ২৫ টাক , প্রতি কেজি চিনি এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকা, আটা খোলা ৪০ থেকে ৫০ টাকা, পেকেট জাত প্রতি কেজি ৫৫ টাকা, পোলাও চাল প্রতি কেজি ৯৫ টাকা, বাদাম প্রতি কেজি ২০০ টাকা, মুগডাল প্রতি কেজি ১৪০, খেসারি প্রতি কেজি ১২০, মসুর ডাল প্রকার ভেদে প্রতি কেজি ১১০-১৬০ টাকা , ছোলা বুট প্রতি কেজি ১২০ টাকা ছোট মটর ১৪০, মাস ডাল প্রতি কেজি ২০০টাকা টাকা ,গাভির দুধ ৫০-৬০ টাকা। খোলা সরিষার তেল পেকেট জাত বিক্রি হয়েছে ২০০-২২০ টাকা, খোলা সোয়াবিন ১ কেজি ১৯০ টাকা সুপার সোয়াবীন ১৫০ টাকা। আলু প্রতি কেজি ৭০-৭৫ টাকা, পোটল প্রতি কেজি ৪০ , বেগুন প্রতি কেজি ৪০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা,কচু নাল প্রতি কেজি ৬০, চিচিগা প্রতি কেজি ৬০, ঢেরস প্রতি কেজি ৬০ টাকা, পেঁেপ প্রতি কেজি ৪০,কাঁচা কলা ১এক হালির দাম ৩০ টাকা। লাউ প্রকার ভেদে প্রতি পিচ ৪০-৬০ টাকা, চাল প্রকার ভেদে প্রতি পিচ ৪০-৬০ টাকা, শিম প্রতি কেজি ১০ টাকা, টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, বিভিন্ন প্রকার শাকসবজি আটি ভেদে ১০-১৫ টাকা ব্যবসায়ীরা জানিয়েছেন বিভিন্ন বাজারে পাইকারী দাম বাড়ার নিত্যপণ্যের দাম বেড়ে চছে ।

Share This

COMMENTS