রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের  ঘোষিত  কর্মসূচির প্রতিবাদে  সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগের  ঘোষিত  কর্মসূচির প্রতিবাদে  সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

২০ Views
সিরাজগঞ্জ প্রতিনিধি ; ১০ই নভেম্বর ঢাকায় জিরো পয়েন্টে আওয়ামী লীগের  ঘোষিত  কর্মসূচির প্রতিবাদে  সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রেববারে (১০ নভেম্বর) সকাল ১১ টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ইলিয়েট ব্রীজ, এসএস রোড হয়ে বাজার স্টেশন কড়িতলায় গিয়ে সমাপনী বক্তব্যের মধ্যে  শেষ হয়। এসময় জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
 জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ  সেরাজুল ইসলাম সেরাজ, সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সহ-সভাপতি রিকো, যুগ্ম – সাধারণ সম্পাদক জেবরান,
সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক মোঃ স্বপন সেখ, শহর ছাত্র দলের আহবায়ক জুবায়ের হোসেন সুমন, সদস্য সচিব পলাশ, থানা ছাত্র দলের আহবায়ক ইকবাল হোসেন জীবন, সদস্য সচিব ওমর ফারুক, ইসলানিয়া সরকারি কলেজ শাখার ছাব্বির হোসেন প্রতিক, রাফি হাসান, সাফিন আহমেদ জিসান সরদার, সৈনিক সেখ, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ফয়সাল ইসলাম মারুফ, রোমান আলিফ, ছাত্র দলের সদস্য জুয়েল সেখ, সৌমিক রেজওয়ান সিয়াম, জহুরুল ইসলাম প্রমুখ।
 এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,  স্বৈরাচার ফ্যাসিস্ট দলের প্রধান দেশের বাহিরে থেকে বিভিন্ন সময়ে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন উস্কানি মূলক দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা নেতাদের পরামর্শ দিচ্ছেন যাহা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ধরনের সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড করার চেষ্টা করলে বাংলার জনগণ তাদের কঠোর হস্তে দমন করার জন্য প্রস্তুত রয়েছে। অনেক আন্দোলন ত্যাগ ও রক্তের বিনিময়ে ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে।এ দেশে আর কোন ফ্যাসিস্ট সরকার আসবে না।  ইতিমধ্যে ছাত্রলীগ নামে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনটি কিভাবে আবার হুমকি দেওয়ার সাহস পায় সেটা আমাদের বোধগম্য হয় না।শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা যে ভাষায় গোপন মিটিং করে ছাত্র-জনতাকে হত্যার ষড়যন্ত্র করেছে এদের বিশ্বাস নেই, এরা মানুষ মারতে দ্বিধা করে না।#
Share This

COMMENTS