ইসলামী রাষ্ট্র গঠনে সুদ্ধভাবে কোরআন পড়া শিখাতে ও বোঝাতে প্রতিটি মসজিদের ইমামের প্রতি আহব্বান
শার্শা (যশোর) প্রতিনিধি \ বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের গন অভুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারকে বিদায় করা হয়েছে। শত শত ছাত্রের বুকের তাজা রক্তের বিনিময়ে ৫ই আগষ্টে দেশ দ্বিতীয় বার স্বাধীনতা অর্জন করেছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোবারক হোসাইন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন আগামী দিনে ইসলামী রাষ্ট্র গঠনের প্রতিটি মসজিদের মিম্বারকে মোজবুত করতে সুদ্ধভাবে কোরআন পড়া শিখাতে ও বোঝাতে হবে। একজন ইমাম হিসেবে শুধু নামাজের সময় ইমামতি করা নয়, প্রত্যেক মহলায় যেয়ে ৫-৭ বছরের ছেলে মেয়েদের অভিভাবকদের মাধ্যমে তাদের সন্তানরা যাতে কোরআন শিখতে মসজিদে আসে সে ব্যাপারে দায়িত্ববান হওয়ার আহব্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা শাখার উদ্যোগে নাভারণ দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গনে আয়োজিত ওলামা সম্মেলনের সভাপতিত্ত¡ করেন অধ্যাপক ফারুক হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রী কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারী মিজানুর রহমান, সাংগঠছনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মাওলানা নুর মোহাম্মদ জিহাদি ও ইয়াহিয়া। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহিরুল হক, মিজানুর রহমান, ইয়াকুব হুসাইন, মাসুম বিলাহ সহ প্রমুখ।