বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“গণমাধ্যমকর্মিরা সমাজের দর্পন” -ইউএনও আলীমুজ্জামান মিলন 

“গণমাধ্যমকর্মিরা সমাজের দর্পন” -ইউএনও আলীমুজ্জামান মিলন 

১৬ Views
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আলীমুজ্জামান মিলন এর সাথে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মিদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় ইউএনও মহোদয়ের অফিস কক্ষে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির। সভায়  দুর্নীতি ও অনিয়ম রোধে এবং প্রশাসনিক কাজে বিভিন্ন সহযোগিতা কামনা করে গণমাধ্যমকর্মিদের উদ্দেশ্যে ইউএনও আলীমুজ্জামান মিলন বলেন, ‘গণমাধ্যমকর্মিরা সমাজের দর্পন স্বরূপ। বৈষম্য সংস্কার করণে একতাবদ্ধ হয়ে রাষ্ট্র গঠন চলছে। এ বিষয়ে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা বজায় রেখে জনস্বার্থ ও জাতীয় বিষয় নিয়ে কাজ করতে হবে। তাহলে, দেশ ও জাতি উপকৃত হবে।’
এসময় গণমাধ্যমকর্মিদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত পোষণ করেন, সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, মাসুদ আলী, হাসান শাহরিয়ার, ফরহাদ হোসেন, সামসুর রহমান চৌধুরী প্রমুখ।
Share This

COMMENTS