বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

ভোলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

৪৩ Views

ভোলা প্রতিনিধি ; ভোলায় ৭ (নভেন্বর) বৃহস্পতিবার জেলা বিএনপির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে । দুপুর ১২ টায় মহাজন পট্টির দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব আলহাজ¦ রাইসুল আলমের নেতৃত্বে একটি র‌্যালী বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ¦ রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, বাচ্চু মোল্লা, এনামুল হক, সদর বিএনপির আহবায়ক আসিয় আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আঃ কাদের সেলিম, ছাত্রদল ভারঃসভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক হাওলাদার আল আমিন, নিয়াজ মিয়াজি প্রমুখ। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। দির্ঘ বছর পরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালীতে ভোলা শহরে লাখো নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। র‌্যালীতে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।

Share This