তালোড়ার সিন্ডিকেট অবৈধ চাল মজুতদারির অভিযোগে অভিযুক্ত ফারুক গ্রেফতার।
স্টাফ রিপোর্টার বগুড়াঃ
তালোড়ার সিন্ডিকেট অবৈধ চাল মজুতদারির অভিযোগে অভিযুক্ত ফারুককে গ্রেফতার করা হয়েছে। ভবিষৎতে এরকম আরও যারা চালক্রয় সিন্ডিকেটের সাথে জড়িতদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান উপজেলা নিবার্হী কমকতা জানানাত আরা তিথি।
২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে মো: ফারুক হোসেন(৪৫) পিতা: আমিনুর রহমান এর দুইটি গোডাউন হতে আনুমানিক ২৭ মে.টন চাল খাদ্যবান্ধব, টিসিবি ও ভিডব্লিউবিসহ বিভিন্ন সরকারি প্রণোদনার চাল মজুদ পাওয়া যায়।
তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়মিত এসব সরকারি চাল কম মুল্যে কিনেন এবং পরবর্তীতে বস্তা পরিবর্তন করে বাজারেসহ দেশের বিভিন্ন জেলায় উচ্চ মুল্যে বিক্রি করেন বলে স্বীকার করেন। যা স্থানীয়দের বক্তব্যেও সত্যতা পাওয়া যায়।জিজ্ঞাসাবাদে তিনি কোন সদুত্তর দিতে না পারায় এবং কোন ক্রয়ের রশিদ দেখাতে না পারায় তার সমুদয় চাল জব্দ করা হয়েছে।
অবৈধ চাল মজুতদারির অভিযোগে অভিযুক্তকে তাতক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। এ সময় সাথে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য পরিদর্শকবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ,আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।