শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জলঢাকায় দরিদ্রদের মাঝে ভ্যান,সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ 

জলঢাকায় দরিদ্রদের মাঝে ভ্যান,সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ 

২৫ Views
আনোয়ার হোসেন,  জলঢাকা( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় দরিদ্রদের মাঝে ব্যাটারি চালিত ৪৮টি ভ্যান,(চুপসি) ৩৫টি সেলাই মেশিন ও ১’শ ৫ বাইন্ড ঢেউটিন বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (১০ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে পরিষদ হলরুমে এ বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়। অফিস সূত্রে জানা যায়,২০২৩-২৪ অর্থ বছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রকল্পের আওতায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় নির্ধারন করে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন কল্পে কর্মবিহীন মানুষদের মাঝে এ সব উপঢৌকন বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা৷ শাখার আমীর মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার নায়েবে আমীর প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম,
প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্জাহান কবির লেলিন, উপজেলা প্রকৌশলী অফিসার শিশির চন্দ্র দাস, সমাজসেবা অফিসার কামরুল হাসান, পল্লী উন্নয়ন অফিসার সামজিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার এস.এম আনোয়ারুল কবীর রতন ও সমাজসেবক ডাঃ আনোয়ার হোসেন প্রমুখ। বিতরন কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার গণমাধ্যমকে জানান, বিগত ২৩-২৪ অর্থ বছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রকল্পের আওতায় জলঢাকা উপজেলার কর্মবিহীন জনগোষ্ঠীর ৪৮ জন সুবিধাভোগীর মাঝে একটি করে ব্যাটারি চালিত ভ্যান, ৩৫জন নারি উদ্যোক্তা কে সেলাই মেশিন ও সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে দেড় বাইন করে মোট ১’শ ৫ জন ব্যক্তির হাতে ঢেউটিন বিতরন করা হয়েছে। এছাড়া এ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের দৃশ্যমান সৌন্দর্য বর্ধণসহ কানেকটিং রোড, গ্যারেজ সংস্করণসহ উপজেলা পরিষদে নতুন নির্মানাধীন ভবনের সামনে দৃষ্টিনন্দন অনেক কাজ করা হয়েছে।
Share This

COMMENTS