রবিবার, ২০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাচোলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

নাচোলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

১৩ Views
মাোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার -চাঁপাইনবাবগঞ্জের  নাচোল উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, নাচোল  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা প্রেসক্লাব ও নাচোল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাচোল রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক‌ আব্দুল কাদের জিলানী, সাংবাদিক নুরুল ইসলাম বাবু, নেজামপুর ইউনিয়ন পরিষদের সচিব আল -মামুন, ফতেপুর ইউনিয়নের সচিব আকবর আলী।
এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সরকার ঘোষিত শুণ্য থেকে ৪৫দিন ও ৪৫ দিন থেকে এক বছর বয়সের শিশুদের বাধ্যতামূলক জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনে ইউএইচএফপিও, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামপুলিশগণকে জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টির জন্য আলোচনা সভায় সিদ্ধান্ত হয়। এ কর্মসূচিকে সাফল্যমন্ডিত করণে সকলের মতামতকে প্রধান্য দেওয়া হয়।
Share This

COMMENTS