শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডোমারে নানা আয়োজনের মধ্য  বিশ্ব শিক্ষক দিবস

ডোমারে নানা আয়োজনের মধ্য  বিশ্ব শিক্ষক দিবস

২৩ Views
 রবিউল হক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ “শিক্ষকদের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’-এই স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস২০২৪ইং উদযাপিত হয়েছে।

শনিবার (৫ই অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার বাজারস্ত বাটার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমের আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশীদ হারুনের সঞ্চালনায় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রইসুল আলম, দক্ষিণ মটুকপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাপস অধিকারী প্রমুখ।

আলোচনা সভায় শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এছাড়াও সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ সহ জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী তুলে ধরেন শিক্ষকরা। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share This

COMMENTS