রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে শারদীয়  দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা 

মোরেলগঞ্জে শারদীয়  দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা 

৩৩ Views

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ  আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে  উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোরেলগঞ্জ, বাগেরহাট  এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দলীয় নেতৃবৃন্দ ও সনাতন হিন্দু ধর্মাবলম্বী  সুধীজন এর সাথে মতবিনিময় ও পূজা উদযাপন  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ সেপ্টেম্বর বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১৬ ইউনিয়নে এবার ৭৭ টি পুজা মন্ডবে পুজা উদযাপন করা হবে।

সনাতন হিন্দু  ধর্মাবলম্বীদের এই উৎসবের আমেজে কোন অপ্রীতিকর ঘটনা না ঘাটে সেই লক্ষকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর কাউন্সিলর বাবু শঙ্কর রায় ও রাসেল ফকিরের যৌথ  উপস্থাপনায়  উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বদরুদ্দোজা টিপু, মোরেলগঞ্জ  অস্থায়ী সেনাক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট রাফায়েত হোসেন ,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামুসুদ্দিন উপজেলা  বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল সদস্য সচিব সাবেক চেয়ারম্যান জব্বার মোল্লা,পুরো বিএনপির আহবায়ক সিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, পৌর বিএনপি  যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ,  বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা জমায়েত ইসলামি উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, বিএনপি নেতা আসাদুজ্জামান মিলনসহ পৌর ও উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা পুজা উদযাপন সকল কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাগেরহাট-৪ আসনের বিএনপির  মনোনয়ন প্রত্যাশী  কাজী খায়রুজামান শিপন  বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি, মোরেলগঞ্জের  সংখ্যালঘু সম্প্রদায় তাদের উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত তার দল, এবং  দূর্গা পূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সেই লক্ষে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ এর  পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামী প্রতিটি নেতাকর্মী মাঠে থাকবে। এসময় সভায়  উপস্থিত ছিলেন  উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সুধীজন। সভায় পূজা উদযাপন কমিটির পক্ষে নেতৃবৃন্দরা বলেন, উপজেলায় ৭৭টি টি পূজা মন্ডপের কমিটির কাছে থানা পুলিশের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যাতে করে শান্তিপুর্ন পরিবেশে এবারের পুজা উদযাপন করা যায় এবং উপজেলা প্রশাসন প্রতিটি পূজা মন্ডব পরিদর্শন  করার চেস্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share This

COMMENTS