বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দুপচাঁচিয়ায় জাল টাকা সহ ১জন গ্রেফতার।।

দুপচাঁচিয়ায় জাল টাকা সহ ১জন গ্রেফতার।।

১৪ Views

স্টাফ রিপোটার:

দুপচাঁচিয়া থানাধীন পশ্চিম আলোহালী পাড়া গ্রামস্থ্য জনৈক মোঃ মুনসুর রহমান এর বাড়ীর সামনে হেয়ারিং রাস্তার উপর হইতে আসামী

১। মোঃ রাসেল মন্ডল (৩০), পিতা মৃত আশরাফ আলী, মাতা মোছাঃ রাশিদা বিবি, সাং-বনতেতুলিয়া, থানা দুঁপচাচিয়া, জেলা বগুড়াকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে ৫০০ টাকা মূল্যমানের ৪৮৮ টি জাল নোট সর্বমোট=২,৪৪০০০ (দুই লক্ষ চুয়াচল্লিশ হাজার) টাকা জাল নোট উদ্ধার করা হয়।

টিম ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে ৫০০ টাকা মূল্যমানের সর্বমোট ২,৪৪০০০ (দুই লক্ষ চুয়াচল্লিশ হাজার) টাকার জাল নোটসহ ০১(এক) জন গ্রেফতার।

Share This

COMMENTS