রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনার কলমাকান্দায় স্ত্রীকে ধর্ষণের দায়ে বন্ধুকে খুন, পুলিশের হাতে বন্ধু আটক

নেত্রকোনার কলমাকান্দায় স্ত্রীকে ধর্ষণের দায়ে বন্ধুকে খুন, পুলিশের হাতে বন্ধু আটক

১০ Views
এ কে এম আব্দুল্লাহ নেত্রকোনাঃ   নেত্রকোনার কলমাকান্দায় স্ত্রীকে ধর্ষণের দায়ে রাজিব তালুকদার (৩৮) নামে এক বন্ধুকে খুন করেছে আরেক বন্ধু দ্বীপ।
 শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসী  গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় রাজীবের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। রাজীব হত্যায় জড়িত থাকায় বন্ধু দ্বীপকে আটক করেছে পুলিশ।
নিহত রাজিব তালুকদার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাজীব খুনের ঘটনায় দ্বীপ নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দ্বীপ জানিয়েছে সে তার বন্ধু রাজিবকে খুন করেছে। তার দেওয়া তথ্যমতে খুনের কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
দ্বীপের বরাত দিয়ে তিনি আরও জানান, রাজিব এবং দ্বীপ তারা বন্ধু। তারা একই সাথে চলা ফেরা করতো। দুই বন্ধুই মাদক সেবন করত। সে সুবাদে রাজিব দ্বীপের বাড়িতে প্রায়শই যাওয়া আসা করত। দ্বীপের অনুপুস্থিতিতে রাজিব তার বাড়িতে গিয়ে প্রায়ই তার সুন্দরী স্ত্রীকে কুপ্রস্তাব দিত। গত কয়েক দিন আগে রাজিব দ্বীপের বাড়িতে গিয়ে তাকে
না পেয়ে খালি ঘরে তার স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণে করে। দ্বীপ বাড়িতে আসার পর তার স্ত্রী তাকে ঘটনাটি জানায়। এ ঘটনায় দ্বীপ ক্ষুব্ধ হয়ে রাজিবকে কৌশলে
ডেকে নিয়ে বৃহস্পতিবার রাতে পাশের এলাকা গোবিন্দপুরে খুন করে রাস্তার পাশে ফেলে রাখে।
এ এছাড়াও দ্বীপ আরও জানিয়েছে রাজিব এলাকার মেয়েদেরকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। তার অত্যাচারে অনেক অভিভাবক কম বয়সে তাদের মেয়েদের বিয়ে দিয়ে দেয়।
ওসি ফিরোজ হোসেন আরো বলেন,  লাশের সুরতহাল তৈরি করে করার পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share This

COMMENTS