শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পত্নীতলায় মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

পত্নীতলায় মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

১৫ Views

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রসাশনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত-রাত ২১শে ফ্রেব্রুয়ারি দিবসের প্রথম প্রহরে ০০.১ মিনিটে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, নজিপুর পৌরসভা, পত্নীতলা থানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন ও শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

সকালে শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তলন, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদ/মন্দিরে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

ইউএনও আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,  স্থানীয় রাজনৈতিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী সুধিজন, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Share This