শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ,আটক-৮

সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ,আটক-৮

১৩ Views

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ বনার সাঁথিয়ায় পূর্ববিরোধের জের ধরে হামলা,বাড়িঘর ভাংচুর ও নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ৮জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার(১৯ ফেব্রæয়ারি) ভোর রাত ৩টার দিকে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৭জনকে নামীয় আসামি অজ্ঞাত ১০/১৫জনের নামে মামলা হয়েছে। ওইদিন রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-উপজেলার সোনাতলা গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে মুকুল হোসেন,আজগর আলীর ছেলে ফুল চাঁদ মিয়া,খোকন,মৃত আলা বক্সের ছেলে রতন মিয়া,ইদ্রিসের ছেলে সরোয়ার হোসেন নজরুল ইসলামের ছেলে সায়েদুর রহমান,পুঠিপাড়া গ্রামের গোলাপ শেখের ছেলে আব্দুল কাদের।

থানায় এজাহার সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে সোনাতলা মধ্যপাড়ার খোকন,নজরুল, নান্নু,ফুলচাঁদ,রতন মিয়াসহ প্রায় ৩০/৪০জনের একটি সংঘবদ্ধ দল চাইনিজ কুড়াল,হাসুয়া,রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের বকুল হোসেন মিস্ত্রির বাড়িতে হামলা করে। এ সময় তার ঘরের বেড়ার টিন ভাংচুর করে এবং ঘরে ঢুকে শোকেচের ড্রয়ার ভেঙ্গে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় বকুলের ভাতিজা নুরমোহাম্মদ ঠেকাতে গেলে তাকে মারপিট করে গুরুতর আহত করে এবং বকুল হোসেনের খরের গাদায় আগুন ধরিয়ে দেয়।এ ঘটনায় বকুল হোসেনের ভাতিজা সবুজ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন যার জিআর নং-৪৩,তারিখ ২০/০২/২০২৫।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৮জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের চেস্টা অব্যাহত রয়েছে।

Share This

COMMENTS