শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামইরহাটের ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি বিদায় অনুষ্ঠান

ধামইরহাটের ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি বিদায় অনুষ্ঠান

৪৭ Views

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়, নতুন শিক্ষার্থীদের বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মো. আব্দুল গণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বিদ্যোতসাহী সদস্য মো. তাইমুর রহমান, প্রভাষক সুলতান মাহমুদ প্রমুখ। ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরিক্ষায় ১৪২ জন শিক্ষার্থী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষায় অংশগ্রহণ করবেন বলে প্রতিষ্ঠান প্রধান জানান।
সবশেষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও মোস্তাফিজুর রহমান।

Share This