শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামইরহাটে বিষপানে কৃষক দলের সভাপতির আত্মহত্যা

ধামইরহাটে বিষপানে কৃষক দলের সভাপতির আত্মহত্যা

৪৪ Views

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে কৃষক দলের ওয়ার্ড সভাপতি মামুনুর রশীদ (৪৫) বিষপানে আত্মহত্যা করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে আবু তাহের। তিনি বলেন আমার বাবা মামুন রশিদ উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ভাতকুন্ডু এলাকার মৃত মহির উদ্দীনের ছেলে। তিনি জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের কৃষক দলের সভাপতি ছিলেন।
গত ১৭ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ১১টার সময় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি (খিরা) ফসলের মাঠ থেকে আমার বাবা আমাকে ফোনে বলেছে আমি বিষ পান করেছি। বাবার নিজমুখে বিষ পানের কথাশুনে আমি স্থানীয়দের সঙ্গে নিয়ে মাঠে গিয়ে দেখি আমার বাবা গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে, মুমুর্ষ অবস্থায় বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে বাবার পরিস্থিতি বেগতিক হলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে জয়পুরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। সেখানেও বাবার শরীরের অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, রোগী মামুন বিষ পান করায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। আজ বুধবার বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আপনার বাবা মৃত্যুর আগে হাতে কোন চিরকুট লিখে গিয়েছিল কিনা এমন প্রশ্নে ছেলে আবু তাহের বলেন, না আমি আমার বাবার সাথেই ছিলাম আমার বাবা এরকম কিছু লেখে নাই এবং কাউকে কিছু বলেও নাই, এবং আমার বাবার মৃত্যুর বিষয়ে কোন অভিযোগও নেই। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাইসুল ইসলাম বলেন, মামুন বিষ পানে গুরুতর অসুস্থ হলে প্রথমে জয়পুরহাট সদর হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share This