শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে এটিএম আজহারের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজশাহীতে এটিএম আজহারের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

২৯ Views

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহীজেলা শাখার আয়োজনে মহানগরীর জাদুঘর মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেপ্তারকৃত এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। অবিলম্বে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আমরা অবিলম্বে এই সরকারের কাছে তার মুক্তির দাবি জানাচ্ছি। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জামায়াতের আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল টিম সদস্য রেজাউর রহমান ও রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী মহানগরের নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসাইন ও অ্যাডভোকট আবু মোহাম্মদ সেলিম, জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা,ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল প্রমুখ।

Share This