শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঘায় শতভাগ গাছে আমের মুকুল-চাষিদের হাসি মুখ 

বাঘায় শতভাগ গাছে আমের মুকুল-চাষিদের হাসি মুখ 

১২ Views
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: আমের জন্য বিক্ষাত রাজশাহী জেলা। আর সেই বিখ্যাতর মাঝে মিষ্টি আর সু-স্বাদু আম পাওয়া যায় রাজশাহীর বাঘা উপজেলাতে । এখন ফাল্গুল মাস।  বিভিন্ন এলাকার মত এই দিকও দেশীয় আম গাছ ছেঁয়ে গেছে আমের মুকুলে। গাছে গাছে আমের মুকুলের সমারোহ লক্ষ্য করা গেছে। এবার  প্রকৃতিতে শীতের প্রকোপ সঠিকভাবে থাকায় প্রায় শতভাগ গাছে আমের মুকুলে ছেঁয়ে গেছে।
বাঘা উপজেলার কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলায় প্রায় এলাকায় আমের চাষ করা হয়। সারা উপজেলা জুড়ে লক্ষাধিক আমের গাছ ও শত শত আমের বাগান রয়েছে। আমের মুকুল আসার সময়ে যেমন আবহাওয়ার প্রয়োজন, এ বছর ঠিক তেমনি  আবহাওয়ার বিরাজ করছে। ডিসেম্বরের শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আম গাছে মুকুল আসার আদর্শ সময়। এ সময়ে মুকুলের প্রধান শত্রু শীতের কুয়াশা। যা বর্তমান নাই বললেই চলে ।

বর্তমানে আকাশে উজ্জ্বল রোদ থাকায় আমের মুকুল সস্পূর্ণ ভাবে আসচ্ছে। হিমসাগর, চোষা, ল্যাংড়া, নাগ ফজলি, আলতাপেটি, রানি পছন্দ, দুধ সর, আম্রপালি, লক্ষনভোগ, ফজলি ইত্যাদি জাতের আম চাষ হয় এ অঞ্চলে।

সরেজমিনে আমচাষীদের সাথে কথা বলে জানা যায়, তারা এ বছর ভালো ফলনের স্বপ্ন বুনছেন। আর আশাও করা যাচ্ছে এ বছর সর্বত্র আমের মুকুল দেখা দেওয়াই ভালো ফলন হবে। বাঘা উপজেলার আটঘরিয়া বলিহার,মনিগ্রাম, পাকুড়িয়া, বাউসা অঞ্চলে আম গাছের পরিমান বেশি।

উপজেলার বাউসা ইউনিয়নের আম চাষী মন্টু ইসলাম বলেন, আমার ১ টি বড় বাগান আছে যেখানে প্রায় সকল ধরণের আম গাছ আছে। প্রতিটি আম গাছে গত বছরের চাই এ বছর পর্যাপ্ত মুকুল দেখা দিয়েছে। এ বার মুকুল আশার সময়ে কুয়াশা কম থাকায় মুকুল ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

বাঘা উপজেলার কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানিয়েছেন, এ বছর বাঘায় প্রতিটি অঞ্চলে গাছে গাছে মুকুলের সমারহ দেখা যাচ্ছে। গাছে গাছে মুকুল দেখে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। আমরা সব সময় আধুনিক পদ্ধতিতে প্রতিনিয়ত আম চাষী ও গাছ মালিকদের সঠিকভাবে মুকুল পরিচর্যা করার পরামর্শ দিয়ে যাচ্ছি।

Share This

COMMENTS