রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পত্নীতলায় গরু, খাদ্য ও উপকরণ পেলো ১২০ আদিবাসী পরিবার

পত্নীতলায় গরু, খাদ্য ও উপকরণ পেলো ১২০ আদিবাসী পরিবার

১৪ Views
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর পত্নীতলায় জীবন মানোন্নায়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগী ১শ ২০ জন পরিবারের মাঝে একটি বকনা গরু, দানাদার খাদ্য ১০০ কেজি, ভিটামিন, ৫টি ঢেউটিন ও বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা  প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় উক্ত বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
এসময় স্বাগত বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পত্নীতলা উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির, আদিবাসী পরিষদের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুবত উরাও প্রমুখ।
Share This

COMMENTS