বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে  জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রক্তদান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা 

সিরাজগঞ্জে  জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রক্তদান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা 

১৯ Views
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে  জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান এবং জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৮ জানুয়ারী)  শহরের ই,বি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। এসময় তিনি বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তোমরা আগামী দিনের ভবিষ্যত তোমরা ভালোভাবে সুশিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, একজন সাহসী  বীর উত্তম ও ন্যায়পরায়ন শাসক। তাকে এদেশের মানুষ কোনদিন ভুলবে না। তিনি সবার মনিকোঠায় আজীবন বেঁচে  থাকবেন। তার আদর্শ নিয়ে আমাদের পথ চলতে হবে। সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি অধ্যাপক মোঃ আবু হাসিম তালুকদারের  সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর  জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান,  চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,  অমর কৃষ্ণ দাস,জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা: আব্দুল লতিফ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ, সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শেখ কুদরত এলাহীসহ শত শত শিশু কিশোর এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী অভিভাবসহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Share This