পলাশবাড়ীতে তুলা চাষে মাঠ প্রদর্শনী ও কৃষক র্যালি অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শাহিনদহে গত রবিবার তুলা চাষী সমাবেশ,মাঠ প্রদর্শনী ও কৃষক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে তুলা উন্নয়ন বোর্ড রংপুর জোন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ড রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক জাফর আলী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. একেএম হারুন উর রশিদ,রংপুর অঞ্চলের বীজ উৎপাদন বিশেষজ্ঞ এবিএম মাহামুদ হাসান। আরো উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন কর্মকর্তা আব্দুল হামিদ ও গোবিন্দগঞ্জ ইউনিট অফিসার শফিকুর রহমান,কৃষক হাজী আবুল হোসেন,আব্দুল আজিজ এবং বাবলু মিয়া। অনুষ্ঠান শেষে প্রকল্প থেকে তুলা উঠানোর জন্য পলাশবাড়ী ইউনিট অফিসকে একটি কটন পিকার মেশিন হস্তান্তর করা হয়।