শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন জামায়াতের কম্বল বিতরণ অনুষ্ঠিত 

পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন জামায়াতের কম্বল বিতরণ অনুষ্ঠিত 

৩৩ Views
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নওগাঁর পত্নীতলা উপজেলায় শিহাড়া ইউনিয়ন শাখার আয়োজনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১০টার দিকে শিহাড়া ইউনিয়ন শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখা জামায়াতে আমীর গুলজার  হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও শিহাড়া ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড সভাপতি শাহাবুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখা নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, জামায়াত মনোনীত (পত্নীতলা-ধামইরহাট) নওগাঁ- ২ আসনের সাংসদ সদস্য পদ প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, প্রকৌশলী এনামুল হক।
বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা শাখার আমীর ও শিহাড়া  ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ আব্দুল মকিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ এইচআরডি সম্পাদক আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজ সেবক আম ব্যবসায়ী রবিউল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা  উপজেলা শাখা জামায়াতের সহ:সেক্রেটারি হারুনুর রশিদ, শিহাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি  আমানুল্লাহ, শিহাড়া ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
Share This