শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাসিনা বাংলাদেশের জন্য একটা কালপিট- সিরাজগঞ্জে খালেদা জিয়ার উপদেস্টা আব্দুস সালাম

হাসিনা বাংলাদেশের জন্য একটা কালপিট- সিরাজগঞ্জে খালেদা জিয়ার উপদেস্টা আব্দুস সালাম

Views
সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা বীর মুক্তিযোদ্ধা আব্দু সালাম বলেছেন,  হাসিনা বাংলাদেশের জন্য একটা কালপিট। সে দেশে যে গণহত্যা করেছে তার প্রধান আসামী। তাই হাসিনাকে ভারত সরকার গ্রেফতার করে আইনের আওতায় নিতে হবে। যে, বাংলাদেশকে ভারতের করজ রাজ্য বানিয়েছিল
এজন্য ভারতের অনেকেই হাসিনাকে মুখ্যমন্ত্রী ডেকেছে। শেখ হাসিনা একজন স্বাভাবিক মানুষ না। এজন্য দেশের উচ্চ আদালত বলেছিল রং হেডেড অর্থ পাগল।  ভারতের প্রধানমন্ত্রী মোদী বলার সাহস পায় যে ১৬ ডিসেম্বর নাকি ভারতের বিজয় দিবস। ধিক্কার জানিয়ে তিনি আরো বলেন, স্বাধীন দেশের বিজয় দিবসকে কেন্দ্র করে এমন বক্তব্যে সরকারিভাবে কেন প্রতিবাদ জানানো হয়নি তা জানতে চান তিনি। আওয়ামীলীগ  আসলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করেনি। আওয়ামীলীগকে এদেশে ক্ষমতায় বসিয়েছিল ভারত বাংলাদেশ একটি ভারতের বাজার বানানো জন্য। ভারত ও বর্তমান সরকারকে উদ্দেশ্য করে আব্দুস সালাম বলেন, যেখানে ফেলানীকে গুলি করে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেখানে কিভাবে আওয়ামীলীগের মন্ত্রী, এমপি ও শত শত নেতাকর্মী সীমান্ত অতিক্রম করলো এই জবাব দিতে হবে। তাদের গ্রেফতার করতে হবে। যদি জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা করে সরকার তাহলে আন্দোলনের মাধ্যমে আদায় করার ঘোষনা দেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আওয়ামীলীগের সাথে কোনো আপোষ নাই। যারা দালালী করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন। সোমবার বিকেল তিনটার দিকে সিরাজগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ  অন্যান্য নেতৃবৃন্দ।
Share This

COMMENTS