ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
৯৪ Views
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ২৪ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী মিলন কুমার, উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশীদ, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার রিতু মালো, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার আরিফা প্রমূখ।এছাড়াও ১৯ ডিসেম্বর মহাদেবপুর ৪৮ জনকে ও পত্নীতলা উপজেলায় ৩৪ জনকে ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।