শেখ হাসিনা বাংলাদেশকে এইট সিষ্টার বানাতে ষড়যন্ত্র করছে — বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টমে›টের বাসা থেকে উচ্ছেদ করে মামলা দিয়ে চিরতরে বিদায় করে করে দিয়ে ছিলেন। কিন্তু আল্লাহ পাক তার সেই ইচ্ছা কবুল করেনী। আল্লাহ পাক কবুল করেছে আপনী পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। আপনী চেয়েছিলেন ভারতের সেবা দাস হয়ে বাংলাদেশকে সেভেন সিষ্টারের মতো এইট চিষ্টারর বানাতে ষড়যন্ত্র করেছেন। কিন্তু মহান আল্লাহ সেটা করতে দেননী। শেখ হাসিনা আপনী এখন কোথায় কিন্ত খালেধা জিয়া কিন্তু বাংলাদেশেই আছে।
সোমবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সেনবাগ উপজেলা,পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত শহীদের স্মরনে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ ও র্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনবাগ পৌরশহরের দক্ষিন বাজার বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির ষিনিয়ন যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসির সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উাপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফালুক থীমা,নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল,সাবেক সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ,জেলা বিএনপির নেতা নুর নবী বাচ্ছু,উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি হুমায়ুর কবির হুমু,উপজেলা যুবদল সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন,সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল,পৌরসভা যুবদল আহবায়ক মোকারম হোসেন,সদস্য সচিব ইমরান হোসেন স্বপ, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক কামরুল হাসান তুহিন,শ্রমিকদল সভাপতি বেলাল হোসেন ,সেক্রেটারী হাজ্বী জাফর, মহিলাদল সভানেত্রী সুফিয়া বেগম মনি, শহীন আক্তার সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।