বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাচোলে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত

নাচোলে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত

৪৪ Views

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস/২০২৪ পালিত হয়েছে। আজ ৯ ডিসেম্বর সোমবার উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের বিভিন্ন নারী সমিতির সদস্য ও স্থানীয় সুশিল সমাজের সদস্যদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দূর্ণীতি দমন কমিশনের পতাকা উত্তোলণ করা হয়। পরে সকলের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে একটি দূর্ণীতি বিরোধী মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”-শীর্ষক প্রতিপাদ্যের উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নূরুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির আজম।

Share This