বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে আত্মপ্রকাশ হলো হাজীদের নিয়ে নতুন সংগঠন ‘যিয়ারাতুল হারামাইন’

কুড়িগ্রামে আত্মপ্রকাশ হলো হাজীদের নিয়ে নতুন সংগঠন ‘যিয়ারাতুল হারামাইন’

১৩ Views

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে  হাজীদের নিয়ে গঠিত হলো নতুন একটি সংগঠন  ‘যিয়ারাতুল হারামাইন’। এটি একটি ‘হজ্ব ও উমরাহ্‌ পালন কারীদের ভ্রাতৃ প্রতীম সামাজিক সংগঠন’। ৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০ টায় দৈনিক বাংলার মানুষ পত্রিকার কার্যালয়ে উক্ত সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়।

জেলার সকল হাজীদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও সহমর্মিতা বৃদ্ধিতে কাজ করবে ‘যিয়ারাতুল হারামাইন’। যিয়ারাতুল হারামাইন সংগঠন পরিচালনার জন্য দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক অধ্যাপক মোঃ লিয়াকত আলীকে আহবায়ক, ডাঃ মোঃ মহিউদ্দিন খন্দকার ও রিয়াজুল ইসলামকে যুগ্ন-আহবায়ক, একেএম রেজাউল রহমানকে সদস্য সচিব ও আব্দুর রাজ্জাক রফেলকে যুগ্ন সদস্য সচিব করে  গঠিত হয়েছে আহবায়ক কমিটি।
Share This