মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিরাজগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৩ Views
সিরাজগঞ্জ প্রতিনিধি ;সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, আজিজুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ভিপি শামীম খান, মোস্তফা নোমান আলাল,  সাংগঠনিক সম্পাদ মির্জা মোস্তফা জামান, আবু সাইদ সুইট, জেলা, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
সভায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, আজকে আমাদের যে অর্জন সে অর্জনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, সকলকে ঐক্যবদ্ধ থেকে এ অর্জনকে ধরে রাখতে হবে। তিনি বলেন, চক্রান্ত ও ষড়যন্ত্র থেমে নেই। যতই চক্রান্ত করা হোক না কেন, জিয়াউর রহমানের বিএনপিকে ধ্বংস করা যাবে না।
তিনি বলেন, ৭ নভেম্বর ইতিহাসে তাৎপর্যপূর্ণ। বাকশাল দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সেই বাকশাল চালু থাকলে আজ দেশে এত গণমাধ্যম থাকতো না। ৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। আর বিভক্ত হয়ে গেলে ষড়ন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
Share This

COMMENTS