শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

একই শ্রেনীর সহপাটিকে বড়ভাই না বলায় : সেনবাগে দশম শ্রেনীর ছাত্রকে খুর দিয়ে কুপিয়ে আহত ,দুই শিক্ষার্থী বহিস্কার

৭১ Views

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : সেনবাগের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একই ক্লাশের সহপাটি দশম শ্রেনীর ছাত্রকে বড়ভাই হিসেবে সম্বোধোন না করায়। বহিরাগতদের সহযোগীতায় জেনারেল শাখার ছাত্র জহিদুল ইসলাম নামের এক ছাত্রকে চুরিকাঘাত করে আহত ও অস্ত্র প্রদশনের অভিযোগে একই বিদ্যালয়ের ভোকেশনার শাখার ছাত্র একরাম হোসেন ও মো: ইব্রাহিম হোসেন প্রকাশ পারভেজ নামের দুই ছাত্রকে বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। ওই হামলার ঘটনাটি ঘটেছে সোমবার সেনবাগের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে। এঘটনায় মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির এক জরুরী সভায় ওই দুই ছাত্রকে বহিস্কার করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন ইকবাল মঙ্গলবার বিকেলে জনকন্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান , সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির মোহাম্মদপুর গ্রাম ছায়েদুল হক ব্যাপারী বাড়ির বেলায়েত হোসেনের ছেলে দশম শ্রেনীর ছাত্র রোল নং ৮৯ একরাম হোসেন ও একই ইউপির উত্তর মোহাম্মদপুর গ্রামের জহির আহম্মদের বাড়ির মো: ফারুকের ছেলে মো: ইব্রাহিম হোসেন প্রকাশ পারভেজ রোল ৩৩ একই বিদ্যালয়ের জেনারেল শাখার দশম শ্রেনীর ছাত্র জাহিদুল ইসলামকে বহিরাগতদের সহযোগীতা বিদ্যালয়ের ক্যাম্পাসে খুর দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম ও আহত করা এবং অবৈধ অস্ত্র প্রদর্শনের সুনিদিষ্ঠ প্রমান পাওয়ায় ভোকেশনাল শাখা ছাত্র একরাম হোসেন ও মো: ইব্রাহিম হোসেন প্রকাশ পারভেজ ওই বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে।

Share This