মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

পার্বতীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

৬৪ Views

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । গত রবিবার বিকাল ৩ টায় বিএনপি’র অফিস চত্বরে ঢাকামোড়স্থ পার্বতীপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত । এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক । আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জালাল উদ্দীন আহেমেদ, সাংগঠনিক সম্পাদ মোঃ মোকলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এ,জেড, এম মেনহাজুল হক, মোঃ অহিদুল হক সরদার, পৌর সাধারণ সম্পাদ আনোয়ারুল হক, পৌর সভাপতি আতিয়ার রহমান ও জাহাঙ্গীর হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার, জুবায়ের হোসেন বাবু, হারুনুর রশিদ মুকুল, কামরুজ্জামান কামু, রায়হান আলী খান, আব্দুল কুদ্দুস, রেজাউল হক এজাজুল, মমিনুল ইসলাম ও শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, সঞ্চলনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম। জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সহযোগী উক্ত অনুষ্ঠানে ইউনিয়নসহ পৌরযুব দলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালি করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী নির্বাচনের জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান জানান ।

Share This