নবাবগঞ্জে অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান জরিমানা আদায় ৫ হাজার
৫২ Views
এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ; দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধ ভাবে পরিচারিত করাতকল অভিযান পরিচালনা করে ৫ হাজারটাকা জরিমানা৷ আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার বিকালে চরকাই রেঞ্জাধীন নবাবগঞ্জ উপজেলায়, নবাবগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আনিসুর রহমান স্যার এর নেতৃত্বে অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
করাত কল লাইসেন্উস বিধি মালা ২০১২ এর ৭ (১২) ধারায় উপজেলার গোলাবাড়ি গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ রেজাউল করিমকে ৩ হাজার এবং রামপুর বাজারের মৃত জালাল হোসেনের ছেলে মোঃ সাইদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধভাবে পরিচালিত করাত কলের অভিযান নিয়োমিত পরিচালিত হবে।