সেনবাগে সেনাবাহিনীর ও পুলিশের যৌথ অভিযান ইয়াবাসহ ৩মাদক কারবারী গ্রেফতার
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়খালী প্রতিনিধি ; সেনবাগে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানের ৯৩ পিচ ইয়াবা সহ ৩মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজলার বক্সগগঞ্জ ইউপির ১নং ওয়ার্ড আলীয়ারা তালুকদার বাড়ী ক্বারী দেলোয়ারের ছেলে আরমান তালুকদার (২০), নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউপির অষ্ট্রগ্রাম ৭নং ওয়ার্ডের জহির মিয়ার বাড়ীর অহিদুর রহমানের ছেলে ছৈয়দুর রহমান প্রকাশ শাওন (২৬) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগতদীঘি ইউপির ৮নং ওয়াড সাতঘরিয়া সিরাজ মিয়ার বাড়ীর সিরাজ মিয়া ছেলে জাকের হোসেন (২৫)।
জানাগেছে রবিবার ২৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদেল ভিত্তিতে সেনবাগ সেনা ক্যাম্পে দায়ীত্বরত ক্যাপ্টেনের নেতৃত্বে সেনবাহিনী একটি দল ও সেনবাগ থানার এসআই মনির হোসেন নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেনবাগ উপজেলার ৩ নং ডুমুরুয়া ইউনিয়নের মইশাই গ্রামে ইস্রাফিল মার্কেটের শাহজালালের ফার্ণিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে ৩ মাদককাবারীকে আটক করে।এরপর তাদের দেহ তল্লাশী করে ৯৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় সেনবাগ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে । এবং গ্রেফতারকৃত আসামীদের সোমবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনেচার্জ(ওসি) মিজানুর রহমান। গ্রেফতার করেন।