রাজশাহীতে জামায়াতী ইসলামীর সদস্য সম্মেলন অনুষ্টিত
নাজিম হাসান,রাজশাহী :
রাজশাহীতে জামায়াতী ইসলামীর রুকন সদস্য সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল (২৮ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৩ টার দিকে, রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে পশ্চিম জেলা জামায়াতী ইসলামীর রুকন সদস্য সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতের রাজশাহী পশ্চিম জেলার আমীর অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে্ এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবর রহমা। বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক অধ্যাক্ষ সাহাবুদ্দিন,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম,রাজশাহী পশ্চিম জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল খালেক প্রমুখ। এসময় বক্তারা বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তিনি একটার পর একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। হাসিনা যেই গণহত্যা চালিয়েছে সেটা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম অপরাধ। এজন্য তিনি এদেশের মানুষের কাছে আজীবন ঘৃণার পাত্র হিসেবে থাকবেন। আওয়ামীলীগ হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এছাড়া বক্তারা আরো বলেন,পুলিশের বেতনভাতা হয় জনগণের টাকায়। কিন্তু সেই দলীয় পুলিশ জনগণের ওপর গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। আবু সাঈদ বুকের রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। যে ইতিহাস তরুণদের আত্মত্যাগের ইতিহাস। ফ্যাসিবাদী, খুনি সরকারের পতনের দাবিতে শতশত মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে।