রংপুর জেলায় পূজা মন্ডপসমুহের নিরাপত্তা, আইন শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসংগিক বিষয়ে সভা অনুষ্ঠিত
৩৬ Views
স্টাফ রিপোটার।॥ আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপুজা-২০২৪ইং উদযাপন উপলক্ষ্যে রংপুর জেলায় পূজা মন্ডপসমুহের নিরাপত্তা, আইন শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসংগিক বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত রংপুর জেলায় পূজা মন্ডপসমুহের নিরাপত্তা, আইন শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসংগিক বিষয় সভায় পূজা মন্ডপ নির্মাণকালীন নিরাপত্তা, মন্ডপ গুলোতে সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মন্ডপে আগত শিশু ও নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা, স্বেচ্ছাসেবক নিয়োজিত করণ, নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন, আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র ও মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ করণ, মন্ডপ সমূহে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রাসংগিক বিষয়ে আলোচনা করা হয়।
রংপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সেনা নিবাসের ৬৬ পদাতিক ডিভিশন, ৩৪ ইষ্ট বেঙ্গল লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মাসুদুর রহমান মাসুদ, ৩০ ইস্ট বেঙ্গল লেফটেন্যান্ট কর্ণেল মোঃ শরফুদ্দিন হিমেল, রংপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী, রংপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ সামসুজ্জামান সামু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলার সিনিয়র সহ-সভাপতি শ্রীমান ভট্টাচার্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী বিকাশ দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সভাপতি সুশান্ত ভৌমিক সুভল, সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর সভাপতি সুব্রত সরকার মুকুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গঙ্গাচড়া উপজেলার সভাপতি ক্ষ্যন্ত রানী, পীরগঞ্জ উপজেলার সভাপতি ক্ষিতীশ চন্দ্র রায়সহ জেলার বিভিন্ন উপজেলার ও মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।