মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাগঞ্জে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তারাগঞ্জে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮৪৮ Views
আমজাদ হোসাইন  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৬৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম রহিমাপুর খাঁনসাহেব পাড়া গ্রামের মৃত তমর উদ্দিনের ছেলে মজনু মিয়া (৫৫), পূর্ব রহিমাপুর হাজীপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে আমিনুর রহমান (৫০), একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মানিক মিয়া (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার এসআই মোজাম্মেল হক ও সেনাবাহিনীর মেজর আবির হোসেনের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে মজনু মিয়ার বাড়ী থেকে ১২০ গ্রাম, আমিনুর রহমানের বাড়ী থেকে ৩৮০ গ্রাম, মানিক মিয়ার বাড়ী থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থালেই আসামীদেরকে গ্রেপ্তার করা হয়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ তিন জনকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তারাগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের রংপুর আদালতে প্রেরন করা হয়েছে।
Share This