শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান নির্বাচিত হলেন ড. বদিউল আলম মজুমদার।।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান নির্বাচিত হলেন ড. বদিউল আলম মজুমদার।।

৪৫ Views

দীর্ঘদিন ধরে সংস্কারের স্বপক্ষে লড়াই করে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান নির্বাচিত হওয়ায় ড. বদিউল আলম মজুমদার স্যারকে অভিনন্দন। আপনার সাহসী পদক্ষেপ সব সময় ক্ষমতাসীনদের ভাবিয়েছে। তাই সবসময় হতে হয়েছে ক্ষমতাসীনদের বিরাগভাজন।

 

ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নব গঠিত বাংলাদেশ সব মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে আমরা আস্থা রাখি। যে নির্বাচনী ব্যবস্থা আমাদের জাতি হিসেবে হতাশার মধ্যে নিপতিত করেছিল, সেই ব্যবস্থাই হয়ে উঠুক মানুষের আস্থার প্রতিক। শক্তিশালী নির্বাচন কমিশন, ক্ষমতা হস্তান্তরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বাহাল, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত আমূল পরিবর্তন, সংসদীয় পদ্ধতির পরিবর্তন হতে পারে আগামীর সংস্কারের অন্যতম নিয়ামক। দেশের আপামর জনসাধারণের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণে আপনারা আত্মনিয়োগ করুন সেই প্রত্যাশাই করি।

Share This