শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনবাগে ত্রান নিতে আসা শিশুকে শ্লীলতাহানী বখাটে ১০ দিনের কারাদন্ড

সেনবাগে ত্রান নিতে আসা শিশুকে শ্লীলতাহানী বখাটে ১০ দিনের কারাদন্ড

১০ Views
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখাল  প্রতিনিধি নোয়াখালীর সেনবাগে ত্রাণ নিতে এসে লাইনে দাড়ানো এক শিশু (১৩) কে শ্লীলতাহানি করার অপরাধে ইউসুফ (৩২) নামের এক বখাটেকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেনবাগ উপজেলা সহকারী কমিশনার ( ভূঁমি) জাহিদুল ইসলামের আদালত।
কারাদণ্ড প্রাপ্ত ইউসুফ সেনবাগ পৌরসভার ১ ওয়ার্ডের বাতানিয়া গ্রামের আবদুর রশিদের নতুন বাড়ির আবদুর রশিদের ছেলে।
জানাগেছে, গত রবিবার বিকাল ৪ টারদিকে পৌরসভার অজুনতলা সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায়  পৌরসভা কর্তৃক বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ কালে লাইনে দাড়ানে (১৩) কে শ্লীলতাহানি করে ইউসুফ নামের ওই যুবক। এরপর বিষয়টি অবহিত হওযার পর সেনবাগ পৌরসভার মেয়রের দায়িত্ব থাকা সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা বখাটে ইউসুফকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
Share This

COMMENTS