মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
রাঙামাটির কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ৪০টি  গৃহহীন পরিবার

রাঙামাটির কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ৪০টি  গৃহহীন পরিবার

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী  ২৬ এপ্রিল  মঙ্গলবার  সকাল ১ টায় গনভবন প্রান্ত হতে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ- হস্তান্তর কার্যক্রম উপকারভোগী পরিবারের নিকট  হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।

রাঙামাটি জেলার কাউখালী উপজেলায়  ৪০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর  জমি ও গৃহ আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়ামে হস্তান্তর করা হয়।

গৃহ হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ  সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, রাঙামটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক  শিল্পী রানী সাহা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. এরশাদ সরকার।

এ সময় কাউখালী উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) মো. জামশেদুল আলম,  থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল ইসলাম,  পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান  অংপ্রু মারমা, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা ইনস্ট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দাস, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যাজ চৌধুরী, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মো. নাজিমউদ্দীন, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো.ওমর ফারুক, পিআইও আবু হেলাল সহ উপজেলা পরশাসনের সকল কর্মকর্তা স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ  ও কাউখালী উপজেলার চার ইউনিয়নের ৪০ জন ভুমিহীন  ও গৃহহীন পরিবারের সদস্য  প্রমূখ উপস্থিত ছিলেন ।

আলোচনাত্তোর অতিথিবৃন্দকে কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং  পরে  অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। কাউখালী উপজেলায়  প্রধানমন্ত্রীর পক্ষে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি ভুমিহীন ও  গৃহহীন পরিবারের হাতে চাবি ও ২ শতাংশ  জমির মালিকানা দলিল হস্তান্তর করেন।

৬৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS