বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনবাগে র‍্যাবের অভিযান বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি সোহাগ গ্রেপ্তার

সেনবাগে র‍্যাবের অভিযান বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি সোহাগ গ্রেপ্তার

৫৬ Views
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী  ;; সেনবাগে রেপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এক অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির একলাখ পাঁচ শত টাকা সহ মাদক কারবারি নজরুল ইসলাম প্রকাশ সোহাগ (৪০) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সোহাগ উপজেলার কাবিলপুর ইউপির ২ নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামের মিজি বাড়ির শহীদ উল্লাহ ছেলে।
শুক্রবার সন্ধ্যায় র‍্যাবের এসআই বিএম শাহরিয়ার কবিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউপির ২নং ওয়ার্ড পূর্ব ইয়ারপুর মিজি বাড়িরআসামীর বড়ভাই সফিকুর ইসলামের গরুর খামারে অভিযান চালিয়ে এসময় মাদক কারবারি নজরুল ইসলাম সোহাগকে আটক করে।  এসময় তার স্বীকারোক্তি অনুয়াই খামার থেকে ৯ কেজী গাঁজা  যার মূল্য ১লাখ ৮০ হাজার টাকা এসময় মাদক কারবারির দেহ তল্লাশি করে মাদক বিক্রির ১ লাখ ৫শত  টাকা উদ্ধার করে।
এঘটনায় র‍্যাব এসআই বিএম শাহরিয়ার কবির বাদি হয়ে সেনবাগ থানায় মাদক আইনে সোহাগের বিরুদ্ধে মামলা   দায়ের করে এবং মাদক কারবারিকে সেনবাগ থানায় হস্তান্তর করে।
শনিবার দুপুরে মাদক কারবারিকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে।
Share This

COMMENTS