
নাচোলে রমজান উপলক্ষে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

১৬ Views
ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে এক হাজার দুস্থ্য ও অসহায় লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় নাচোল পৌর এলাকার বেগম মহশিন ফাজিল মাদরাসা চত্বরে খাদ্যসামগ্রী(চাল, ডাল, মুড়ি, চিনি, ছোলা, খেজুর ও আলু) বিতরণ করা হয়েছে। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রটারি ইয়াহ ইয়া খালেদ, বিশেষ অতিথি ছিলেন জামায়াতের পৌর আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী ইসমাইল হোসেনসহ পৌর ও উপজেলা জামায়াতের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।