মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সেনবাগে কৃতি শিক্ষার্থীকে রাফিকে সংবর্ধনা
জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগের ঐতিহ্যবাহী কাবিলপুর হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র মেহরাজ হোসেন প্রকাশ রাফি ২০২৫ সালের মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় স্কুল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে রাফিকে সংবর্ধনা দিয়েছে। বুধবার সকালে স্কুল মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক এবিএম শহিদুল আনোয়ার কামরুলের সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক ফখরুদ্দিন মোবারক শাহ রিপনের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ মুস্তাফিজুর রহমান। বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিততে মুহু মুহু করতালির মধ্যে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সভাং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য খুরশিদ আলম, অভিভাবক মোহাম্মদ রিপন, মোঃ মজিবুর রহমান, কৃতি শিক্ষার্থীর পিতা ব্যবসায়ী জহির উদ্দিন মানিক ও কৃতি শিক্ষার্থী মেহরাজ হোসেন রাফি প্রমুখ। এ সময় মঞ্চে কৃতি শিক্ষার্থীর নানা ও মা বিবি আয়েশাা উপস্থিত ছিলেন।
শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও স্কুলের প্রধান শিক্ষক আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থী মেহরাজ হোসেন রাফিকে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন।