বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনবাগে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সি.ই,ও দায়ীত্ব গ্রহণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

সেনবাগে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সি.ই,ও দায়ীত্ব গ্রহণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

১২ Views

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : সেনবাগের সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে মোঃ আবদুস ছাত্তারের দায়ীত্ব গ্রহণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আবদুল জব্বারের সভাপতিত্বে ও সৈয়দ হানুর ফাউন্ডেশনের নেছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টপস্টার গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফান্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ । অনুষ্ঠানে প্রদান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিট কলেজের সহযেগী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপ স্টার গ্রæপের পরিচালক এ.বি.এম শাহাদাত হোসেন, স্থানীয় চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, আলী আকবর আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ বেলায়েত হোসেন, মোহাম্মদ ্আবদুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব বিএসসি, বাতাকান্দি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা, সমাজসেবক শাহাদাত হোসেন খান, ব্যবসায়ী হারুনুর রশিদ, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির পরিচালক নিজামুল হক চৌধুরী, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন,কাশিপুর মোহাম্মদিয়া আলিম ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানার মুফতি আবদুল মাজেদ, সৈয়দ রুহুল আমিন একাডেমির পরিচালক আবুল খায়ের, সমাজসেবক ও ব্যবসায়ী শামসুদ্দোহা সৈয়দ হারুন ফাউন্ডেশনেরআহবায়ক শোঞাম্মদ জাবের ও সদস্য সচিব মোঃ কাইছার আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।সৈয়দ রুহল আমিন স্মৃতি একাডেমি আয়োজনের ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় আয়োজিত আলোচনা শেষে সৈয়দ রুহুল আমিন একাডেমির  পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ ও শিক্ষাথীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার তুলে দেন অতিথিরা।

Share This

COMMENTS