শনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী ‘ট্রাফিক  শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী ‘ট্রাফিক  শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

২১ Views
 সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জে পরিচ্ছন্নতা কাজে ও রাস্তায় গাড়ি চলাচলের সুবিধার্থে  স্বেচ্ছাসেবী ‘ ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা যুব রেডক্রিসেন্ট সদস্য,  রোভার স্কাউট সদস্য, বিএনসিসি প্লাটুন ক্যাডেট সদস্য শিক্ষার্থীদের এবং সাধারণ অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যদের মাঝে প্রায় তিন শতাধিক  প্যাকেট খাবার বিতরণ করা হয়।   এবং সচেনতা মূলক পথসভা করেছে  নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখা’র কর্মকর্তা ও সদস্যগণ।
রোববার (১১ আগস্ট)  সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন চত্বর,দরগাপট্রি -বাণিয়াপট্রি মোড়, চৌরাস্তা মোড়, ইলিয়াট ব্রিজ মোড়, এসএস রোড়, পাতিলাপট্রি বড়বাজার এলাকায়  ট্রাফিকের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে প্যাকেট খাবার বিতরণ করে এবং সচেতনতামূলক পথসভায় করেন নিরাপদ সড়ক চাই। এসময় সিরাজগঞ্জ জেলা শাখা’র   আহবায়ক সৈয়দ  নতুন সিরাজী, যুগ্ম- আহবায়ক  এ.এইচ.এম মহিবুল্লাহ মহিব, যুগ্ম আহবায়ক মোহাম্মদ  সাইফুল ইসলাম সদস্য সচিব মোঃ আবু লায়েস উজ্জ্বল, সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আলামিন হোসেন মারুফ, আব্দুল মান্নান,  সোহেল রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,  প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ–পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্ম বিরতিতে যাওয়ায় এবং  সড়ক থেকে ট্রাফিক পুলিশ  সদস্যরা সরে যাওয়ায়  রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের কাজ করছেন  বিভিন্ন  প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  এবং  সাধারণ  স্বেচ্ছাসেবীরা।
Share This

COMMENTS