ধামইরহাটে উৎসব মূখর পরিবেশে চারু কারুশিল্প ও বই মেলার উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উৎসব মূখর পরিবেশে দিনব্যাপি চারু, কারুশিল্প এবং বইমেলার উদ্বোধন করা হয়েছে। ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় উপজেলা স্মৃতিসৌধ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। পরে ধামইরহাট লোক সাহিত্য কেন্দ্রের সদস্য সচিব ও সাংবাদিক মুমিনুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.ওয়াজেদ আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, প্রভাষক সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, মাহফুজুল আলম লাকি প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত চারু, কারুশিল্প এবং বইমেলায় মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার, ধামইরহাট লোকসাহিত্য ও জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো মেলায় অংশগ্রহণ করেন।