শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মহেশপুরে বিষ প্রয়োগ করে ৩২টি হাঁস মেরে প্রতিশোধ, থানায় অভিযোগ

মহেশপুরে বিষ প্রয়োগ করে ৩২টি হাঁস মেরে প্রতিশোধ, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুরে প্রতিবেশীকে বিভিন্ন সময় দা দিয়ে কোপানোর ভয় দেখিয়ে তাতে কাজ না হওয়ার কারনে তাকে শায়েস্তা করতে এবার ৩২টি হাঁস ধানের সাথে বিষদিয়ে মেরে প্রতিশোধ নিলেন আলাউদ্দীন। হাঁস মেরেও ক্ষ্যান্ত হয়নি আলাউদ্দীন। এবার হাঁসের মালিক প্রতিবেশী তারমিনাকে কোপানোর হুমকি শুরু করে দিয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভাবদিয়া গ্রামে। থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, ভাবদিয়া গ্রামের তারমিনা বেগমের সাথে প্রতিবেশী আলাউদ্দীনের মধ্যে বেশ কিছুদিন ধরে শত্রæতা চলে আসছে। বিভিন্ন সময় আলাউদ্দীন প্রতিবেশী তারমিনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দা দিয়ে কোপানোর ভয় দেখিয়ে আসছে। শুক্রবার সকালে তারমিনা বেগম তার হাঁস গুলো ছেড়ে দিলে প্রতিবেশী আলাউদ্দীন ধানের সাথে বিষ দিয়ে তারমিনা বেগমের ৩২টি হাঁস মেরে ফেলে। এ ঘটনায় তারমিনা বেগম বাদি হয়ে আলাউদ্দীকে আসামী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই হায়াত আলী জানান, অভিযোগটি হাতে পেয়ে ভৈরবা পুলিশ ফাঁড়িকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS