নাচোলে খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খামার ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিণার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নাচোল ইউপির ভোলার মোড়ে মেসার্স সিফাত পোল্ট্রি ফিড এর সৌজন্যে নিজস্ব খামারে আমান ফিড লিঃ এর আয়াজনে খামার ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিতহয়। স্থানীয় উদ্যোক্তা মেসার্স সিফাত পোল্ট্রি ফিডের প্রপাইটর আরিফুর রহমানের সভাপতিত্বে ও আমান ফিড লিঃ এর সিনিয়র অফিসার ফরহাদ হোসেনের সঞ্চালনসায় সেমিনারে স্থানীয় পোল্ট্রি, গবাদীপশু ও মাছ চাষীদেরকে সফল উদ্যোক্তা হওয়ার জন্য করনীয় ও রোগবালাই দমন বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করেন, আমান ফিড লিঃ এর ডিজিএম(রাজশাহী অঞ্চল) ডাঃ জাহিদুজ্জামান সিদ্দিকী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডেটুটি ম্যানেজার সাইফুল ইসলাম, ম্যানেজার(টেকনিক্যাল সার্ভিস) রাজশাহী অঞ্চল ডাঃ শাহরিয়ার মাহবুব। সেমিনারে ব্রয়লার,লেয়ার, সোনালী ফিড, ফিস ও ক্যাটল ফিড সম্পর্কে এবং বিভিন্ন রোগবালাই সম্পর্কে আলোচনা করা হয়।