সিরাজগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষায় ৭ শতাধিক আনসার মোতায়েন
৪৪ Views
সিরাজগঞ্জ প্রতিনিধি ; সিরাজগঞ্জে কেপিআইসহ ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলার নিরাপত্তা রক্ষায় বিভিন্ন রুটে সেনাবাহিনী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যতম সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই মধ্যে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনে ৭ শতাধিক আনসার মোতায়েন করা হয়েছে। জেলা কমান্ড্যান্ট মো. ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা সদরের পাশাপাশি বিভিন্ন উপজেলা সদর, পৌর এলাকাগুলোতে রাস্তায় রিক্সা, অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচলের শৃঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন, স্বাধীনতা স্কয়ার, কোর্ট প্রাঙ্গন, মিলন মোড়, চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিরতিহীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।সিরাজগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুস ছাত্তার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর যান চলাচল, দূর্ঘটনা ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, শিক্ষার্থী, স্কাউট, রোভার স্কাউট সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সিরাজগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফারুক আহম্মেদ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও আইন শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের পাশাপাশি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া কেপিআই, সরকারি বিভিন্ন অফিস,আদালত, জেলা কারাগারসহ বিভিন্ন স্থানে আনসার মোতায়েন করা হয়েছে। সড়কে শৃঙ্খলা, দূর্ঘটনা, আইন শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্যরাও বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে সিরাজগঞ্জ জেলার জনসাধারণের জানমাল ও সম্পদ রক্ষা করতে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র নেতা কর্মীদের প্রতি কঠোর নির্দেশ গত ০৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার পর ছাত্র জনতার বিজয় উল্লাসের মধ্যে কিছু দুষ্কৃতকারী এ গণতন্ত্রের বিজয় ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন জাগায় লুটপাট হামলা ভাংচুর করে জনগণের সম্পদ নষ্ট করেছে। সিরাজগঞ্জ জেলার জনসাধারণের সম্পদ রক্ষা করতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ১৮টি ইউনিটের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন।
জনগণের সম্পদ রক্ষায় ইতিমধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু শহরের বিভিন্ন মসজিদের মাইক দিয়ে জনগণের প্রতি আহবান জানিয়েছেন কোন দুষ্কৃতকারী কাহারো বাড়ী ঘরে হামলা করলে তাৎক্ষণিক ভাবে দুষ্কৃতকারীদের ধরে বিএনপি ও তার অংগ ও সহযোগী সংগঠনের নেতাদের জানাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে বলে রিকশা যোগে ইবি রোড, এসএস.রোড,
,বাজার স্টেশন, মুজিব সড়ক, চৌরাস্তা সহ শহরের বিভিন্ন সড়কে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ও দুষ্কৃতকারীদের পাকরাও করতে জনগণের প্রতি আহবান জানিয়ে মাইকিং করেন।