কুড়িগ্রামে আত্মপ্রকাশ হলো হাজীদের নিয়ে নতুন সংগঠন ‘যিয়ারাতুল হারামাইন’
১৪ Views
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত হলো নতুন একটি সংগঠন ‘যিয়ারাতুল হারামাইন’। এটি একটি ‘হজ্ব ও উমরাহ্ পালন কারীদের ভ্রাতৃ প্রতীম সামাজিক সংগঠন’। ৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০ টায় দৈনিক বাংলার মানুষ পত্রিকার কার্যালয়ে উক্ত সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়।
জেলার সকল হাজীদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও সহমর্মিতা বৃদ্ধিতে কাজ করবে ‘যিয়ারাতুল হারামাইন’। যিয়ারাতুল হারামাইন সংগঠন পরিচালনার জন্য দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক অধ্যাপক মোঃ লিয়াকত আলীকে আহবায়ক, ডাঃ মোঃ মহিউদ্দিন খন্দকার ও রিয়াজুল ইসলামকে যুগ্ন-আহবায়ক, একেএম রেজাউল রহমানকে সদস্য সচিব ও আব্দুর রাজ্জাক রফেলকে যুগ্ন সদস্য সচিব করে গঠিত হয়েছে আহবায়ক কমিটি।